শনিবার সন্ধে থেকে শুরু হয়েছিল গুলির লড়াই। জঙ্গিদের সঙ্গে সুরক্ষাবাহিনীর সেই গুলির লড়াই চলল ১৮ ঘণ্টা। শ্রীনগর থেকে ১১ কিলোমিটার দূরে মুজগুন্দ গ্রামের একটি বাড়িতে লুকিয়ে আছে জঙ্গিরা। এই খবর পাওয়ার পরই গোটা গ্রাম ঘিরে ফেলে ভারতীয় সেনা, সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। শুরু হয় জঙ্গিদের সঙ্গে বাহিনীর গুলির লড়াই। যৌথ বাহিনীকে ধোঁকা দিয়ে চম্পট দিতে একটি বাড়ি থেকে অন্য বাড়িতে পালাতে থাকে জঙ্গিরা। জঙ্গিদের ধরতে গিয়ে কিছুটা গ্রামবাসীদের একাংশের প্রতিরোধের মুখেও পড়তে হয় যৌথবাহিনীকে।
সন্ধে পার করে রাত, রাত পার করে ভোর। তারপর শেষ হয় গুলির লড়াই। ৩ জঙ্গিকে খতম করে সুরক্ষা বাহিনী। জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে। জঙ্গিরা লস্কর-ই-তৈবার সদস্য। শ্রীনগর জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে এই গুলি যুদ্ধে ১ সেনা জওয়ান, সিআরপিএফ জওয়ান ও পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)