পেঁপের বিশাল ঝুড়ির মধ্যে লুকিয়ে সোনার বিস্কুট পাচার করার ছক বানচাল করে দিল বিএসএফ। বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসে ভারত থেকে বাংলাদেশে সোনার বিস্কুট পাচারের চেষ্টা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে নদিয়া থেকে গ্রেফতার করা হয় আবদুল হাই মণ্ডল নামে মধ্যবয়সী এক পাচারকারীকে। পেঁপের ঝুড়িতে লুকিয়ে ১০টি সোনার বিস্কুট বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করেছিল সে। মধুপুর আউটপোস্টে তাকে আটকে তল্লাশি শুরু করে দক্ষিণবঙ্গ বিএসএফ।
তল্লাশিতে পেঁপের ঝুড়ির মধ্যে থেকে উদ্ধার হয় ১০টি সোনার বিস্কুট। যার আনুমানিক বাজার মূল্য ৩২ লক্ষ টাকা। ধৃত ব্যক্তি উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর সোনা পাচারে লাগাম দিতে তৎপর বিএসএফ। ২০১৮ সালে ৮ কোটি ৪৪ লক্ষ টাকার সোনার বিস্কুট বিভিন্ন সময়ে পাচারের সময় ধরে ফেলেছে তারা। গ্রেফতার করা হয়েছে ১২ জন চোরাচালানকারীকে।