বিনা প্ররোচনায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে লাইন অফ কন্ট্রোল ধরে গুলি ও মর্টার বর্ষণ শুরু করে পাক সেনা। জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নওসেরা সেক্টরের লাম, কেরি, পুখারনি ও পূর বাদাসের এলাকায় প্রবল গুলি বর্ষণ শুরু হলে পাল্টা উত্তর দেয় ভারতীয় সেনা। শুরু হয় ২ পক্ষে গুলির লড়াই। যা চলতেই থাকে। এমনই জানাচ্ছে সংবাদ সংস্থা।
ভারতীয় সেনা শিবির ও সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে পাক গুলি, মর্টারের জেরে যাতে সেখানকার সাধারণ মানুষের ক্ষতি না হয় সেজন্য সীমান্তের ৫ কিলোমিটারের মধ্যে সব স্কুল এদিন বন্ধ করে দেওয়া হয়। এদিকে কাশ্মীর জুড়ে এখন হাড় কাঁপানো ঠান্ডা। তারমধ্যেই পাকিস্তানের দিক থেকে বিনা প্ররোচনায় গুলি চালনা এলাকাকে আতঙ্কে উত্তপ্ত করল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)