যথেষ্ট পরিচিত একটি ক্লাবে হানা দিয়ে ২ হাজার ৪০ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। ২০৪টি বান্ডিলে এই গাঁজা রাখা ছিল। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। বিএসএফ ও ত্রিপুরা পুলিশ যৌথভাবে ওই ক্লাবে হানা দেয়। ত্রিপুরার সেপাহিজালা জেলার এই ক্লাবটি যথেষ্ট পরিচিত। সেখান থেকে এমন বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার হওয়ায় অবাক অনেকেই। এমন এক ক্লাব থেকে এত পরিমাণ গাঁজা উদ্ধার রাজ্য জুড়ে মাদকের রমরমারই ইঙ্গিত বলে মনে করছে পুলিশ প্রশাসন।
ওই ক্লাবের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। প্রসঙ্গত গত সপ্তাহেই ত্রিপুরার এক পুলিশ আধিকারিক ও তার শ্যালিকাকে ড্রাগ পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)