পরিকল্পনা ছিল শ্রীনগরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চলাকালীন হামলা। কিন্তু সেই নাশকতার ছক বানচাল করে দিল সুরক্ষাবাহিনী। জইশ-ই-মহম্মদ নামে সন্ত্রাসবাদী সংগঠনের ২ জঙ্গি শনিবার সকালে লুকিয়ে শ্রীনগরে ঢোকার পরিকল্পনা করেছিল। কিন্তু তার আগেই শ্রীনগরের থেকে কিছুটা দূরে খোনমো এলাকায় তারা লুকিয়ে আছে এমন খবর পেয়ে সিআরপিএফ, রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু কাশ্মীর পুলিশের বিশেষবাহিনী যৌথভাবে খোনমো এলাকা ঘিরে ফেলে। বেগতিক বুঝে যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় বাহিনী। শুরু হয় গুলির লড়াই।
প্রজাতন্ত্র দিবসের সকালে এই গুলির লড়াই চলে বেশ কিছুক্ষণ। অবশেষে ২ জঙ্গির মৃত্যু হয়। তাদের কাছ থেকে একে-৪৭ সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা দেখতে এলাকা জুড়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় যৌথবাহিনী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা