ভারতীয় যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০’ তৈরি করে দেশের যুদ্ধবিমান প্রস্তুতকারক সরকারি সংস্থা হ্যাল। সম্প্রতি সেই মিরাজ ২০০০ মডেলে কিছু নয়া সংযোজন করা হয়। সেই নতুন সংযোজনের পর চলছিল তার পরীক্ষামূলক উড়ান। যা সফল হলে সেই নতুন বৈশিষ্ট্য সহ মিরাজ ২০০০-কে তুলে দেওয়া হত সেনাবাহিনীর হাতে। তার আগে পরীক্ষামূলক উড়ানে শুক্রবার বেঙ্গালুরুতে হ্যালের ইয়েমালুর বিমানবন্দর থেকে উড়ান নেওয়ার সময় রানওয়েতেই আগুন ধরে যায় মিরাজে।
বিমান ওড়াচ্ছিলেন স্কোয়াড্রন লিডার সমীর আবরোল ও সিদ্ধার্থ নেগি। ঠিক কোন অবস্থায় থাকাকালীন বিমানে আগুন লাগে এবং এই ২ পাইলটের মৃত্যু হয় তা এখনও পরিস্কার নয়। তবে প্রয়োজনে এই বিমানটি দাঁড়িয়ে থাকলেও তার থেকে পাইলট বিশেষভাবে দ্রুত বেরিয়ে আসতে পারেন। সেখানে কী এমন ঘটল তা পরিস্কার নয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ বিমানটিতে আগুন লাগে। আগুন লাগার পর জ্বলতে থাকে মিরাজ। কালো ধোঁয়ায় চারধার ছেয়ে যায়। বেঙ্গালুরুর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় অনেক দূর দূর থেকে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)