গোপন খবর ছিল। সেই খবরের ভিত্তিতে জম্মু কাশ্মীরের কুলগাম জেলার কেলাম গ্রাম ঘিরে ফেলে যৌথবাহিনী। গ্রাম ঘিরে জঙ্গিদের পালানোর পথ রুদ্ধ করে দেয় তারা। তারপর ক্রমশ যেখানে জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর ছিল সেই জায়গার আরও কাছে যেতে থাকে। প্রতিরক্ষা মুখপাত্র একথা জানান। তিনি জানান, যখন জঙ্গিরা দেখে আর পালানোর পথ নেই তখন তারা সুরক্ষাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় যৌথবাহিনী। শুরু হয় গুলির লড়াই।
দীর্ঘক্ষণ ২ পক্ষে গুলির লড়াই চলার পর যৌথবাহিনীর গুলিতে ৫ জঙ্গি খতম হয়। তাদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তাও চিরুনি তল্লাশি চালিয়ে দেখে যৌথবাহিনী। যৌথবাহিনী যখন গ্রাম ঘিরে জঙ্গিদের পাকড়াও করার চেষ্টা করছে তখন গ্রামের একাংশ তাদের লক্ষ্য করে পাথরবর্ষণ শুরু করে। তাদের রুখতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে যৌথবাহিনী।
জম্মু কাশ্মীর এখন ঠান্ডায় কাঁপছে। অনেক জায়গায় তুষারপাত হচ্ছে। রাজ্য জুড়ে চলছে শৈত্যপ্রবাহ। এই কঠিন আবহাওয়া পরিস্থিতিকে কাজে লাগিয়ে প্রতি বছরই সুরক্ষাবাহিনীর নজর এড়িয়ে ভারতে ঢুকে নাশকতা চালানোর চেষ্টা চালায় জঙ্গিরা। তারই জবাব দিয়ে নিজেদের তরফেও তৎপরতার জানান দিল যৌথবাহিনী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)