
বায়ুসেনার শিক্ষানবিশদের তালিমের সময় আকাশে ওড়ার ১ মিনিটের মধ্যে ভেঙে পড়ল ১টি হক বিমান। এই বিমানেই শিক্ষানবিশদের যুদ্ধবিমান চালানোর তালিম দেওয়া হয়। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা বিমানঘাঁটি থেকে ১টি হক বিমানে চড়েন ২ শিক্ষানবিশ। কিন্তু রানওয়ে দিয়ে আকাশে ওড়ার পরই তা ১টি অজানা বাধার সম্মুখীন হয়। বেগতিক বুঝে তখনই ২ সওয়ার বিশেষ পদ্ধতিতে বিমান থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচান। আর তার পরক্ষণেই ধ্বংস হয়ে বিমানঘাঁটি চত্বরেই ভেঙে পড়ে বিমানটি। কেন এমন ঘটল তা খতিয়ে দেখছেন ভারতীয় বায়ুসেনা আধিকারিকরা। কিছুদিন আগেই পোর্টব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরের ওপর ২৯ জন যাত্রী নিয়ে হারিয়ে যায় বায়ুসেনার ১টি পণ্যবাহী বিমান এএন-৩২। তার খোঁজ এখনও মেলেনি।