দিনেই ঠান্ডার চোটে কাবু মানুষজন। সেখানে রাতের অবস্থা তো আরও শোচনীয়। তারমধ্যেই অবশ্য রাতভর গুলির লড়াই চলল ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথবাহিনীর সঙ্গে জঙ্গিদের। গোপন সূত্রে খবর পেয়ে রাতেই জম্মু কাশ্মীরের বদগাম জেলার চাদুরা এলাকার গোপালপোরা গ্রাম ঘিরে ফেলে যৌথবাহিনী। যৌথবাহিনী যে গ্রাম ঘিরে ফেলেছে তা টের পেতেই গুলি বর্ষণ শুরু করে গ্রামের একটি অংশে লুকিয়ে থাকা জঙ্গিরা। পাল্টা গুলি চালায় যৌথবাহিনী।
সারারাত গুলির লড়াই অব্যাহত থাকে। অবশেষে ২ জঙ্গির মৃত্যু হয়। থামে লড়াই। যৌথবাহিনী ওই ২ জঙ্গির দেহ উদ্ধার করে। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। তাদের সঙ্গে আরও জঙ্গি ছিল কিনা বা তারা কোথাও লুকিয়ে আছে কিনা তে খতিয়ে দেখতে চিরুনি তল্লাশি শুরু হয়।
গুলির লড়াই চলাকালীন গ্রামবাসীদের এর মধ্যে না ঢোকার পরামর্শ দিয়েছে পুলিশ। পুলিশ সতর্ক করে জানিয়েছে গ্রামে জঙ্গিরা অনেক জায়গায় বিস্ফোরক ফেলে রাখতে পারে। যা থেকে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারেন গ্রামবাসীরা। এদিকে ২ জঙ্গি কোন সংগঠনের সদস্য তা এখনও পরিস্কার করে জানাতে পারেনি পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)