পুলওয়ামায় জঙ্গি হানার পরও সন্ত্রাস থামার নাম নেই। শনিবার জম্মু কাশ্মীরের রাজৌরিতে আইইডি বিস্ফোরণে শহিদ হলেন এক সেনা আধিকারিক। বিস্ফোরণটি ঘটে রাজৌরির নওসেরা সেক্টরের লাম ঝঙ্গর এলাকায়। পাক সীমান্ত লাগোয়া এই এলাকা। লাইন অফ কন্ট্রোল ঘেঁষা এই এলাকায় আচমকাই বিস্ফোরণটি ঘটে। মৃত্যু হয় ওই সেনা আধিকারিকের। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। মন্ত্রকের ধারণা এই আইইডি বিস্ফোরণ সন্ত্রাসবাদীদের কাজ।
রাজৌরিতেই বাবা খোদি এলাকায় সীমান্তপার থেকে এদিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। সেই গুলিতে এক ভারতীয় সেনা জওয়ান আহত হন। পরে প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনাও। শুরু হয় গুলি বিনিময়। যা বজায় ছিল দিনভর।
পুলওয়ামায় জঙ্গি হানার ঘটনায় ইতিমধ্যেই ৪৯ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন। তার রেশ কাটার আগেই ফের আঘাত হানল জঙ্গিরা। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক সেনা আধিকারিকের মৃত্যুর খবর নিশ্চিত। এই সেনা আধিকারিকের নাম জানানো হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা