পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড কামরানকে গুলি করে মারল যৌথবাহিনী। কামরান সহ ৩ জন জইশ জঙ্গিকে গুলি করে হত্যা করে ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী। তবে এই গুলিযুদ্ধে ১ ভারতীয় মেজর পদাধিকারী সেনা শহিদ হয়েছেন। শহিদ হয়েছেন ৩ জওয়ানও। ১ জন সাধারণ মানুষ জঙ্গি-যৌথবাহিনী গুলির লড়াইয়ের মধ্যে পড়ে মারা যান। তবে জইশের একটি জঙ্গি ডেরা সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়ে কামরান সহ ৩ জঙ্গিকে খতম করা বড়সড় সাফল্য হিসাবেই ধরা হচ্ছে।
গত রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলওয়ামার ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরেই পিংলেনা গ্রাম ঘিরে ফেলে যৌথবাহিনী। যে গোয়ালঘরে জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর ছিল সেটি চারধার দিয়ে ঘিরে ফেলা হয়। রাতের অন্ধকারেই যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় যৌথবাহিনী। জঙ্গিদের গুলিতে ১ মেজর সহ ৩ জওয়ান শহিদ হন। পাল্টা গুলিতে মৃত্যু হয় কামরান সহ ৩ জঙ্গির।
মৃত জঙ্গিদের মধ্যে কামরানই হল সেই জইশ জঙ্গি যে পুলওয়ামা কাণ্ডের মূল চক্রী। পাকিস্তানের ছেলে কামরানকে খতম করা ভারতীয় সেনার জন্য বড় সড় সাফল্য হিসাবে মনে করা হচ্ছে। আরও ১ জঙ্গি এখনও বেঁচে বলে মনে করছে যৌথবাহিনী। তার খোঁজ চলছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)