পাকিস্তানে ঢুকে গত মঙ্গলবার রাতের সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তান যে হাত গুটিয়ে বসে থাকবে না মোটামুটি বুঝতে পারছিলেন সকলে। ঘটনার পর মঙ্গলবার সকাল থেকেই পাক সীমান্তে ব্যাপক গুলিবর্ষণ শুরু করে পাক রেঞ্জার্স। বুধবার পাক যুদ্ধবিমান এফ-১৬ ভারতের আকাশসীমায় ঢুকে পড়ার চেষ্টা চালায়। কাশ্মীরের নওসেরা সেক্টরের এসওসি-র কাছে পাক যুদ্ধবিমানটি দেখা মাত্র ভারত জবাব দেয়।
ভারতের ছোঁড়া গুলিতে অন্য এফ-১৬ বিমান পালিয়ে ফের পাকিস্তানে চলে গেলেও একটি বিমান রক্ষা পায়নি। ভারতের ছোঁড়া গুলিতে বিমানটি ভেঙে পড়ে। ভারতীয় যুদ্ধবিমান ও স্থলসেনার তরফে দেখা মাত্র পাল্টা গুলিবর্ষণে যে পাক এফ-১৬ বিমানটি ভেঙে পড়ে তা গিয়ে পড়ে পাক অধিকৃত কাশ্মীরে। এলওসি থেকে ৩ কিলোমিটার পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে গিয়ে পড়ে বিমানটি।
মিরাজ ২০০০ নিয়ে পাকিস্তানে ঢুকে ভারত যেভাবে সেখানে থাকা জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করে দিয়েছে। মিশন সম্পূর্ণ করে ১২টি মিরাজ দেশে ফিরেও আসে অক্ষত অবস্থায় তা বোধহয় পাকিস্তান সহ্য করে উঠতে পারেনি। ফলে তাদের অন্যতম সেরা যুদ্ধবিমান নিয়ে ভারতে ঢুকে পাল্টা ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু তাতে কাজের কাজ কিছু হলনা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)