বুধবার সকালে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে পাক যুদ্ধবিমান। পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় বায়ুসেনার ২টি বিমানকে গুলি করেছে। তারমধ্যে ১টি পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ার পর ২ পাইলটকে ধরেছে পাক সেনা। ২ ভারতীয় পাইলটের মধ্যে ১ পাইলটকে গ্রেফতার করেছে। অন্যজন পাক হাসপাতালে চিকিৎসাধীন। পাকিস্তানের এই দাবি সামনে আসার পর এদিন ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভারতের মিগ-২১-এর একজন পাইলট নিখোঁজ। পাকিস্তান দাবি করছে তাদের হেফাজতে রয়েছেন তিনি। ভারত সত্যতা যাচাই করার চেষ্টা করছে।
এদিন বিদেশমন্ত্রকের তরফে আরও জানানো হয়, ভারত পাকিস্তানের মাটিতে চলা জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে সন্ত্রাসবাদীদের সেসব ঘাঁটি ধ্বংস করেছে। এই ঘটনার পরই বুধবার পাকিস্তান ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ভিতরে ঢোকার চেষ্টা করে। বিষয়টি নজরে আসতেই ভারতীয় বায়ুসেনা তৎপরতার সঙ্গে তার মোকাবিলা করে। ভারতীয় বায়ুসেনার মিগ-২১ বাইসন যুদ্ধবিমানের তাড়ায় পাক যুদ্ধবিমানগুলি পাকিস্তানে পালায়। তাদের মধ্যে একটি যুদ্ধবিমান ভারতের মিগ-২১ থেকে ছোঁড়া গুলিতে পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ে।
বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের যুদ্ধবিমানকে চাড়া করতে গিয়ে আকাশে একটি সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। যাতে ভারতের একটি মিগ-২১ বিমান দুর্ভাগ্যজনকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই বিমানের পাইলটই নিখোঁজ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)