ভারতের অন্যতম পর্যটনস্থল সিকিম। হিমালয়ের কোলে প্রকৃতির অসীম সৌন্দর্যে ভরা সিকিমের কোণায় কোণায় চোখ জুড়নো আকর্ষণ। ফলে সারা বছরই সিকিমে পর্যটকদের ভিড় লেগে থাকে। যারমধ্যে অনেক বাঙালিও থাকেন। এমনই একজন পর্যটক ছাঙ্গুতে আটকে পড়েন এদিন। প্রবল তুষারপাতের জেরে রাস্তা বরফের তলায় চলে যায়। ফলে আটকে পড়েন পর্যটকরা।
পর্যটকদের মধ্যে মহিলা, শিশু, বৃদ্ধও ছিলেন। অনেকেই ওই প্রবল ঠান্ডায় আটকা পড়ে অসুস্থ বোধ করতে থাকেন। ৫০ থেকে ৬০টি গাড়িতে ছিলেন এই ৩০০ পর্যটক। না পিছনে যেতে পারছেন, না সামনে এগোনোর পথ আছে। তারমধ্যে প্রবল তুষারপাত। ক্রমশ পরিস্থিতি ভয়ানক হচ্ছিল। অনেকেই ভাবতে শুরু করেছিলেন হয়তো এখানেই শেষ।
এই অবস্থায় আটকা পড়া পর্যটকদের উদ্ধার করতে এগিয়ে আসে ভারতীয় সেনা। প্রবল প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সকলকে উদ্ধার করে নিয়ে আসে তারা। সকলকে প্রথমে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয় সেনার তরফে। তারপর তাঁদের সকলকে গ্যাংটকে পৌঁছে দেওয়া হয়। ভারতীয় সেনা এভাবে পাশে দাঁড়ানোর আপ্লুত আটকা পড়া পর্যটকেরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)