ভারত-পাক ওয়াঘা সীমান্তে প্রাত্যহিক ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠান বাতিল করল বিএসএফ। মনে করা হচ্ছে শুক্রবার বিকেল-সন্ধের মধ্যেই অভিনন্দন বর্তমান ওয়াঘা দিয়ে ভারতে প্রবেশ করবেন। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন অমৃতসরের ডেপুটি কমিশনার শিবদুলার সিং ধিলোঁ। প্রধানত সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বিটিং রিট্রিট প্রতিদিন ভারত ও পাকিস্তানের দিকে হয়ে থাকে। বিকেলে ২ দেশই তাদের পতাকা নামিয়ে নেয় রাতের জন্য। সেই সময় হয় বিটিং রিট্রিট।
শুক্রবার বিকেল সন্ধের মধ্যেই পাকিস্তানের হাতে বন্দি ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান দেশে ফিরবেন। দেশে প্রবেশ করার পর তাঁকে হিরোর সম্মান জানাতে ওয়াঘায় সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে। তবে তাঁরা ঠিক যেভাবে অভিনন্দনকে অভিনন্দন জানাতে চাইছেন তা হয়তো সম্ভব হবে না। কারণ সেনার তরফে তাঁকে পাকিস্তানের হাত থেকে পাওয়ার পরই নিয়ে চলে যাওয়া হবে অমৃতসর। সেখান থেকে সোজা দিল্লি।
ফলে সীমান্তে তাঁকে ফুল, মালা পরিয়ে ঢাকঢোল বাজিয়ে সম্বর্ধনা জানানো সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। গাড়িতেই তাঁকে নিয়ে চলে যাবে সেনা। তবে তারমধ্যেও যদি একঝলক তাঁকে দেখা যায় সেই অপেক্ষায় ভিড় দিনভর বেড়েই চলে ওয়াঘায়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)