পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ-এর কনভয়ে জঙ্গি হামলা হয়। শহিদ হন ৪০ জন বীর জওয়ান। সেই পুলওয়ামাতেই মঙ্গলবার ২ জঙ্গিকে গুলি করে মারল যৌথবাহিনী। গত সোমবার বিকেলেই খবর ছিল যৌথবাহিনীর কাছে যে লুকিয়ে আছে জঙ্গিরা। সেই খবরের ভিত্তিতে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকার মীর মহল্লা ঘিরে ফেলে যৌথ বাহিনী। শুরু হয় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই।
সেই লড়াই রাতভর চলার পর সকালেও বজায় ছিল। মঙ্গলবার সকালে অবশেষে ২ জঙ্গিকে খতম করতে সমর্থ হয় যৌথ বাহিনী। জঙ্গি ২ জনের দেহ ২টি উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে ২টি একে-৪৭ রাইফেল পাওয়া গেছে।
যে বাড়িতে জঙ্গিরা লুকিয়ে ছিল সেই বাড়িটি উড়িয়ে দিয়েছে যৌথবাহিনী। ২ জঙ্গিকে খতম করা হলেও গোটা এলাকা জুড়ে তারপরও খানাতল্লাশি জারি রাখে যৌথবাহিনী। ঘটনার জেরে ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)