বুধবার ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ড লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করল পাকিস্তান। এদিন বেলার মধ্যেই ৩ বার সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক রেঞ্জাররা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। পাকিস্তানের দিক থেকে বিনা প্ররোচনাতেই ৩ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে প্রবল গুলিবর্ষণ হয়।
বুধবার সকাল থেকেই জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নওসেরা ও সুন্দরবানি সেক্টরে প্রবল গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান। বেলা সাড়ে ১০টা থেকে তৃতীয়বারের জন্য সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে তারা। পাল্টা ভারতীয় সেনাও জবাব দেয়। শুরু হয় দুপক্ষে প্রবল গুলির লড়াই। যা দুপুরেও স্থায়ী ছিল। প্রসঙ্গত গত মঙ্গলবারও বারবার যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করে পাকিস্তান। যার জবাব দেয় ভারতীয় সেনা।
পাকিস্তানের প্রবল গুলিবর্ষণে গত মঙ্গলবার এক ভারতীয় সেনা আহত হন। এদিকে পাক গুলি ও বোমাবর্ষণে সীমান্তবর্তী গ্রামগুলির জনজীবন কিছুটা হলেও বিপর্যস্ত। রাজৌরি ও পুঞ্চ জেলার সীমান্তবর্তী ৫ কিলোমিটার পর্যন্ত এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)