গুজরাটের কচ্ছের রান। এই কচ্ছের রানের বিশাল জনপ্রাণিহীন জায়গা জুড়ে ভারত-পাক সীমান্ত। সেই কচ্ছের রান দিয়ে পাকিস্তানের দিক থেকে সীমান্ত পার করে ভারতে ঢোকার চেষ্টা করছিল এক মধ্যবয়সী ব্যক্তি। কিন্তু বিএসএফ সতর্ক ছিল। সকলের নজর এড়িয়ে বুধবার ভোরের দিকে বেড়া টপকে ভারতে ঢোকার চেষ্টা করতেই ওই ব্যক্তিকে পাকড়াও করে বিএসএফ।
ওই ব্যক্তি ভারতীয় ভূখণ্ডে পা রাখতেই বিএসএফ তাকে ঘিরে ফেলে। আত্মসমর্পণ করতে বলে। আর কিছু করার নেই বুঝতে পেরে আত্মসমর্পণ করে ওই ব্যক্তি। তবে ওই ব্যক্তির পরিচয় সম্বন্ধে বিএসএফ কিছু জানায়নি। তার নামও প্রকাশ করেনি।
ওই ব্যক্তি পাকিস্তানের দিক থেকে কেন অনুপ্রবেশের চেষ্টা করল তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। তবে তার কাছ থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি বলে বিএসএফের তরফে জানানো হয়েছে। পাকিস্তানের দিক থেকে যেভাবে নিত্যদিন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয় তাতে এই অনুপ্রবেশের চেষ্টাকে হাল্কাভাবে নিচ্ছেন না সেনা আধিকারিকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা