ঝাড়খণ্ড পুলিশ ও সিআরপিএফ-এর যৌথবাহিনীর সঙ্গে প্রবল গুলির লড়াইয়ে মৃত্যু হল ৩ মাওবাদী গেরিলার। জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীদের সঙ্গে বৃহস্পতিবার ব্যাপক গুলির লড়াই শুরু হয় যৌথবাহিনীর। বেশ কিছুক্ষণ চলে এই গুলির লড়াই। যৌথবাহিনীর দাবি, মাওবাদীরাই তাদের লক্ষ্য করে প্রথমে গুলি চালাতে শুরু করে।
ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার বুন্দু গ্রামে এদিন তল্লাশি শুরু করে যৌথবাহিনী। সেখানেই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। যৌথবাহিনীর গুলিতে ৩ মাওবাদীর মৃত্যু হয়। বাকিরা জঙ্গলে পালিয়ে যায় বলে মনে করছে যৌথবাহিনী। মৃতরা সকলেই মাওবাদীদের তৃতীয় প্রস্তুতি কমিটি-র সদস্য বলে মনে করছে পুলিশ।
মাওবাদীদের দেহগুলি উদ্ধার করে পুলিশ। তাদের কাছ থেকে একে-৪৭ রাইফেল পাওয়া গিয়েছে। এদিকে বাকি মাওবাদীদের ধরতে এলাকা জুড়ে তন্নতন্ন করে তল্লাশি শুরু করে যৌথবাহিনী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)