ফের ভারতের যুদ্ধবিমান মিগ ২১ ভেঙে পড়ল। শুক্রবার রাজস্থানের বিকানের-এ ভেঙে পড়ে বিমানটি। বিকানের-এর শোবা সর কি ধানি এলাকায় ভেঙে পড়ে সেটি। বিকানের-এর কাছে নাল থেকে বিমানটি আকাশে ওড়ে। নেহাতই রুটিন উড়ান ছিল এটি। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল সম্বিত ঘোষ জানান, আকাশে ওড়ায় সময় সেটি ধ্বংস হয়। পাইলট অক্ষত অবস্থায় বিমান থেকে বেরিয়ে আসেন।
কেন এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও পাখির সঙ্গে ধাক্কার ফলে এমন ঘটনা কিনা তাও দেখা হচ্ছে। বিমানটি ধ্বংস হলেও তার জেরে কারও কোনও ক্ষতি হয়নি। তবে বার বার মিগ ২১ ভেঙে পড়ার ঘটনা অবশ্যই উদ্বেগের।
রাশিয়ান প্রযুক্তির এই যুদ্ধবিমানটি সম্প্রতি খবরের শিরোনামে আসে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের হাত ধরে। পাক এফ ১৬ বিমানকে ভারতে ঢুকতে বাধা দিয়ে তিনি মিগ ২১ বাইসন নিয়ে সেগুলিকে তাড়া করেন। যদিও তাঁর বিমান একটি এফ ১৬-কে ধ্বংস করার পর ভেঙে পড়ে। বিমান থেকে বেরিয়ে গেলেও পাকিস্তানের মাটিতে পড়ায় তাঁকে গ্রেফতার করে পাক সেনা। ২ দিন পর তাঁকে ভারতে ফেরাতে বাধ্য হয় পাকিস্তান।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)