National

কোনও সেনা অপহরণ হয়নি, সাফ জানাল সেনাবাহিনী

কোনও ভারতীয় সেনাকে অপহরণ করা হয়নি। পুরোটাই ভ্রান্ত খবর। যিনি অপহরণ হয়েছেন বলে খবর হয়েছিল তিনি ভাল আছেন। শনিবার একথা স্পষ্ট করে জানিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। গত শুক্রবার খবর হয়েছিল যে জম্মু কাশ্মীরে মোতায়েন ১ সেনা জওয়ান অপহৃত হয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বেশ কিছু সংবাদমাধ্যম শুক্রবার খবর করে জম্মু কাশ্মীরের কাজিপোরা এলাকা থেকে মহম্মদ ইয়াসিন নামে এক ভারতীয় সেনাকে অপহরণ করা হয়েছে। আসলে তিনি এখন ছুটিতে আছেন। আর ভাল আছেন। পুরো খবরটাই ভুল। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সংবাদমাধ্যমগুলির কাছে অনুরোধ করা হয়েছে তারা যেন এমন জল্পনা না ছড়ায়।


জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি বিভাগে কর্মরত মহম্মদ ইয়াসিনকে অপহরণ করা হয়েছে এমন খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। জঙ্গি না পাক সেনা, একাজ কাদের তা নিয়েও আমজনতার মধ্যে কাটাছেঁড়া শুরু হয়। অনেকে উদ্বেগেরও শিকার হন। অবশ্য এদিন সব জল্পনায় জল ঢেলে দিয়েছে ভারতীয় সেনা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button