যদি কোনও জঙ্গি অস্ত্র ত্যাগ করে জীবনের মূল স্রোতে ফিরতে চায় তবে তার যাবতীয় সুরক্ষার দায়িত্ব সেনার। সে নিশ্চিন্তে অস্ত্র ত্যাগ করতে পারে। তাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। শনিবার লাইট ইনফ্যান্ট্রি হেডকোয়ার্টারে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন লেফটেন্যান্ট জেনারেল এজেএস ধিলোঁ। অস্ত্র ত্যাগ করলে স্বাভাবিক জীবনে ফেরানোর ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন তিনি।
ধিলোঁ বলেন, অনেক কাশ্মীরি যুবক ভুল পথে চালিত হয়ে জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে অস্ত্র হাতে তুলে নিচ্ছে। তারা ভুল করছে। একথা তাদের বোঝানো দরকার। আর তা বোঝানোর জন্য তাদের মায়েদের আহ্বান জানান তিনি। ধিলোঁ বলেন, কাশ্মীরি মায়েদের কাছে অনুরোধ তাঁরা তাঁদের সন্তানদের ফিরিয়ে আনুন। তাদের অস্ত্র হাতে তুলে নেওয়া থেকে বিরত রাখুন।
প্রসঙ্গত কদিন আগেই পুলওয়ামা হামলার পর সেনার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল অস্ত্র হাতে তুলে নিলেই গুলি করে মারা হবে। সেদিন সেকথা জানিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল এজেএস ধিলোঁ। এদিন তাঁর সুর কিছুটা নরম ছিল। বোঝানোর সুরেই মায়েদের কাছে অনুরোধ করেন তিনি।
সপ্তাহ ৩ আগে তিনি বলেছিলেন, জম্মু কাশ্মীরে পরিবারে মায়েদের প্রভাব যথেষ্ট। তাই মায়েদের বিশেষ করে বলা হচ্ছে। যদি তাঁরা দেখেন ছেলে কোনওভাবে জঙ্গিদের সংস্পর্শে এসে বিপথে চালিত হচ্ছে তবে তাদের আটকান। বুঝিয়ে বলুন। ফিরিয়ে আনুন সমাজের মূল স্রোতে। কারণ যদি আগামী দিনে কোনও যুবককে এভাবে অস্ত্র তুলে নিতে দেখা যায় এবং সে আত্মসমর্পণ না করে তাহলে কিন্তু সেনা তাদের গুলি করে মারতে বাধ্য হবে। এদিন মূল স্রোতে ফিরলে জঙ্গিদের সুরক্ষার নিশ্চয়তাও দিলেন ধিলোঁ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)