শনিবার ভোর ৫টায় একবার চেষ্টা করেছিল ভারতে ঢোকার। কিন্তু সীমান্ত পার করে ভারতে ঢুকতেই সেটিকে লক্ষ্য করে গুলি করতে থাকে বিএসএফ। বেগতিক বুঝে দ্রুত এলাকা ছাড়ে মানবহীন আকাশযানটি। কিন্তু ফের পাকিস্তানের একটি ড্রোন সন্ধেয় একই চেষ্টা করে। কিন্তু বিএসএফ সতর্কই ছিল। সন্ধের অন্ধকারকে কাজে লাগিয়ে ভারতে ঢোকার চেষ্টা করতেই সেটিকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এবার গুলি লক্ষে আঘাত করে। ভারতের মধ্যেই ভেঙে পড়ে পাক ড্রোনটি।
শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে রাজস্থানের গঙ্গানগর সেক্টরে। ভারত-পাক সীমান্তে এখানে প্রহরারত বিএসএফ। তাদের নজরে পড়তেই পাক ড্রোনের ভারতে অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয় তারা। শনিবার রাতে একথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের রাজস্থান মুখপাত্র কর্নেল সম্বিত ঘোষ। রাজস্থানের ভারত-পাক সীমানা পার করে একই দিনে ২ বার ভারতে ঢোকার চেষ্টা করল পাক ড্রোন।
প্রসঙ্গত শেষ ১১ দিনে ৪ বার রাজস্থান দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছে পাক ড্রোন। গত ২৬ ফেব্রুয়ারি একটি ড্রোন ঢোকার চেষ্টা করেছিল। সেটিকে গুলি করে নামানো হয়। তারপর ৪ মার্চ ফের একটি ড্রোন রাজস্থান সীমানা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করলে সেটিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে নামায় ভারতের সুখোই বিমান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা