সকাল সাড়ে ছটা। রাস্তায় তেমন ভিড় ছিলনা। সেনা পোশাক পরা ৫-৬ জনের একটি দল সেখানে ঘুরছিল। কাঁধে ছিল ব্যাগ। সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্র। নিজেদের মধ্যে ওএনজিসি ও স্কুল নিয়ে কিসব কথা বলছিল তারা। বিষয়টির গুরুত্ব বুঝে মহারাষ্ট্রের বন্দর শহর উরনের ২ স্কুল পড়ুয়া স্কুলের অধ্যক্ষকে সবকিছু জানায়। দুই ছাত্রের বক্তব্য তখনই পুলিশকে ফোন করে জানান অধ্যক্ষ। এরপর আর মুহুর্ত সময় নষ্ট করেনি পুলিশ। দশম ও দ্বাদশ শ্রেণির দুই ছাত্রের এই বয়ানের ভিত্তিতে গোটা সেনাবাহিনী নড়েচড়ে বসে। মুম্বই থেকে উরন, সর্বত্র উপকূলে জারি হয় সতর্কতা। রাস্তায় রাস্তায় নাকাবন্দি করে পুলিশ। প্রত্যেক গাড়ি চেক করা শুরু হয়। আকাশপথে সেনার পোশাক পরা আগন্তুকদের খোঁজ শুরু করে সেনা। নৌসেনার কমান্ডো বাহিনী মার্কোসকে তৈরি রাখা হয়। এনএসজি কমান্ডোদেরও প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়। কার্যত মহারাষ্ট্র জুড়েই তল্লাশি শুরু করে পুলিশ। রাজ্য থেকে বার হওয়ার রাস্তাগুলিও নজরে রাখা হয়েছে। গোটা পরিস্থিতির ওপর দিল্লি থেকেও নজর রাখা হচ্ছে। উরি হামলার পর এবার ভারতীয় নৌঘাঁটিকে পাক মদতপুষ্ট জঙ্গিরা টার্গেট করতে পারে বলে মনে করছেন সেনা আধিকারিকরা। তাই দুই ছাত্রের বক্তব্য হলেও কোনও ঝুঁকি নিতে রাজি নন তাঁরা।
Read Next
National
November 21, 2024
দক্ষিণ ভারতের একমাত্র জায়গা যেখানে শীতে তুষারপাত হয়
National
November 18, 2024
বাজারে শোরগোল ফেলতে চলেছে ২ আনাজ লক্ষ্মী এবং সোলান শ্রেষ্ঠ
National
November 17, 2024
দেশের সেরা গ্রাম, এ গ্রামে কোনও বাড়িতে তালা দেওয়ার রেওয়াজ নেই
November 21, 2024
দক্ষিণ ভারতের একমাত্র জায়গা যেখানে শীতে তুষারপাত হয়
November 18, 2024
বাজারে শোরগোল ফেলতে চলেছে ২ আনাজ লক্ষ্মী এবং সোলান শ্রেষ্ঠ
November 17, 2024
দেশের সেরা গ্রাম, এ গ্রামে কোনও বাড়িতে তালা দেওয়ার রেওয়াজ নেই
November 17, 2024
হাতেগোনা দেশের তালিকায় ভারতীয় প্রতিরক্ষা, ঐতিহাসিক উচ্চতায় দেশের গৌরব
Related Articles
Leave a Reply