সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করাকে অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান। বারবার তারা সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে। বিনা প্ররোচনায় সীমান্ত পারে ভারতের দিকে গুলিবর্ষণ করছে। পুলওয়ামা কাণ্ডের পর থেকেই এই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন শুরু করেছে তারা। ইতিমধ্যেই অজস্রবার চুক্তি লঙ্ঘন করে ফেলেছে তারা। প্রতিবারই অবশ্য ভারতীয় সেনা পাল্টা জবাব দিয়েছে। গত শনিবার রাতেও একইভাবে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাক রেঞ্জাররা।
শনিবার রাত থেকে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় সীমান্তবর্তী এলাকায় প্রবল গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান। বাধ্য হয়ে পাল্টা জবাব দিতে হয় ভারতীয় সেনাকে। শুরু হয় গুলির লড়াই। রাতেই পাকিস্তানের দিক থেকে ছুটে আসা গুলিতে আহত হন এক ভারতীয় সেনা। তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। ফের পাক গুলিতে শহিদ হলেন এক ভারতীয় সেনা।
শনিবার রাত থেকে শুরু হওয়া এই গুলির লড়াই অবশ্য রবিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। সারা রাত গুলির লড়াই চলার পর সকালের আলো ফোটার পরও তা চলছিল। অবশেষে ভারতীয় সেনার কড়া জবাবে থামে গুলির লড়াই। সংঘর্ষ বিরতি চুক্তির তোয়াক্কা না করেই যেভাবে পাকিস্তান বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করছে তাতে সীমান্তবর্তী গ্রামগুলির সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন দীর্ঘদিন ধরেই ব্যাহত হচ্ছে। পড়ুয়াদের পঠনপাঠন শিকেয় উঠেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)