৪ মাওবাদীকে হত্যা করল সিআরপিএফ। বারবার সিআরপিএফ কনভয় মাওবাদীদের টার্গেট হয়েছে। মৃত্যু হয়েছে আধাসেনার। মঙ্গলবার কিন্তু মাওবাদীদের রীতিমত কোণঠাসা করে দিল সিআরপিএফ। ৪ মাওবাদীর দেহ গুলিতে ঝাঁঝরা করে দেয় তারা। একে বড়সড় সাফল্য বলেই ধরে নেওয়া হচ্ছে। মঙ্গলবার ভোরে জঙ্গলে তল্লাশি চালানোর সময় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সিআরপিএফ জওয়ানদের।
মঙ্গলবার ভোরে ছত্তিসগড়ের সুকমা জেলার জঙ্গলাকীর্ণ এলাকায় তল্লাশি চালাচ্ছিল সিআরপিএফ। সুকমা মাওবাদী অধ্যুষিত এলাকা হিসাবেই পরিচিত। এখানে আগেও বহুবার বড়সড় হামলা চালিয়েছে মাওবাদীরা। সেখানেই বীমাপুর এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে এদিন তল্লাশি শুরু হয়। সেই সময় শুরু হয় গুলির লড়াই।
সিআরপিএফের গুলিতে ৪ মাওবাদীর মৃত্যুর পর বাকি মাওবাদীরা জঙ্গলে পালিয়ে যায়। মৃত ৪ মাওবাদীর দেহ উদ্ধার করে সিআরপিএফ। তাদের গায়ে মাওবাদীদের ইউনিফর্ম ছিল। মৃতদের পাশ থেকে ১টি ইনসাস ও ২টি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার হয়েছে। সুকমার জঙ্গলে সিআরপিএফ স্পেশাল ইউনিট মাওবাদী নিকেশের কাজে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)