সীমানা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা রুখে দিল বিএসএফ। গুজরাটের গান্ধীনগর সেক্টরে ভারত-পাক সীমান্ত পার করে পাকিস্তানের দিক থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক ৩৫ বছরের পাক যুবক। গত সোমবার বিকেলের দিকে ভারতে প্রবেশের চেষ্টা করে সে। সীমানা পার করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশও করে। কিন্তু তারপর আর বেশি ভিতরে ঢুকতে পারেনি। আর আগেই তাকে পাকড়াও করে বিএসএফ।
অনুপ্রবেশের চেষ্টা করা ওই ব্যক্তির নাম মহম্মদ আলি। কেন সে ভারতে প্রবেশ করেছিল তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিএসএফ। ধৃত ব্যক্তি সিন্ধি ভাষায় কথা বলছে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন বিএসএফ আধিকারিকরা। ভারত-পাক সম্পর্ক যেভাবে তলানিতে ঠেকেছে এবং যেভাবে সন্ত্রাসবাদীরা পাক সীমানা অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যায় তাতে বিষয়টিকে হাল্কাভাবে নিচ্ছেননা কেউই।
গুজরাটের ভারত-পাক সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা অবশ্য চলতি মাসে দ্বিতীয়বার হল। গত ৬ মার্চ এক ৫০ বছর বয়সী পাক নাগরিকও সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল। তাকেও বিএসএফ গ্রেফতার করেছিল। তখন কচ্ছের রান দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা হয়েছিল। এবার হল গান্ধীনগর সেক্টর দিয়ে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)