ফের জম্মু কাশ্মীরে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলি করে মারল যৌথবাহিনী। এবার সাফল্য এল শ্রীনগরের কাছে নওগাাঁও এলাকায়। এখানে লুকিয়ে থাকা জঙ্গিদের সম্বন্ধে খোঁজ পায় যৌথবাহিনী। দ্রুত ওই এলাকা ঘিরে ফেলে তারা। চারপাশ থেকে ঘিরে গেছে বুঝতে পেরে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় যৌথবাহিনী।
শুক্রবার এই গুলির লড়াই বেশ কিছুক্ষণ স্থায়ী হয়। যৌথবাহিনীর গুলিতে ২ জঙ্গির অবশেষে মৃত্যু হয়। এদিকে গুলির লড়াইয়ে ৫ ভারতীয় সেনা আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। মৃত জঙ্গিদের কাছ থেকে ২টি রাইফেল উদ্ধার হয়েছে।
একের পর এক জায়গায় লুকিয়ে থাকা জঙ্গিদের খবর বার করে গুলি করে মারছে যৌথবাহিনী। পুলওয়ামা হামলার পর এ ধরণের অপারেশন আরও বেড়েছে। যৌথবাহিনীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিছু স্থানীয় বাসিন্দা জঙ্গিদের সমর্থন করে যৌথবাহিনীর বিরুদ্ধে পাথর বর্ষণ করছে। তাদের হটিয়ে জঙ্গিদের নিকেশ করতে হচ্ছে যৌথবাহিনীকে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)