ভারতীয় সেনাক্যাম্পে রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়াল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারা এলাকায়। এখানেই রয়েছে ভারতীয় সেনার কাউন্টার ইনসারজেন্সি রাষ্ট্রীয় রাইফেলস-এর লাচামপোরা ক্যাম্প। এই ক্যাম্পেই শুক্রবার সকালে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আহত হন ২ জওয়ান। তাঁদের দ্রুত শ্রীনগরের আর্মি বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
কেন বিস্ফোরণ তা পরিস্কার নয়। তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ইতিমধ্যেই এই রহস্যের কিনারা করতে তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের জেরে সামান্য ক্ষতি হয়েছে। কী থেকে বিস্ফোরণ তাও স্পষ্ট করে জানা যায়নি। তবে কোনও সেনা ক্যাম্পের মধ্যে বিস্ফোরণ অবশ্যই চিন্তার। যেভাবে সন্ত্রাসবাদ থাবা বসাচ্ছে, তাতে এমন চিন্তা অমূলকও নয়। যদিও প্রাথমিক তদন্তের পর তদন্তকারীদের ধারণা এটা নিছকই দুর্ঘটনা।
ইতিমধ্যেই একটি এফআইআর ফাইল করা হয়েছে। রহস্য ঘনীভূত হত না যদি বিস্ফোরণের কারণ জানা যেত। কিন্তু সেটাই পরিস্কার নয়। তবে যখন ঘটনাটি ঘটে তখন সেনা জওয়ানরা ক্যাম্পের একটা অংশে কাঁটা তারের বেড়া দিচ্ছিলেন। তার সঙ্গে বিস্ফোরণের কোনও সম্পর্ক থাকতে পারে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)