জম্মু কাশ্মীরে ফের জঙ্গি নিকেশে সাফল্য পেল যৌথবাহিনী। শনিবার রাষ্ট্রীয় রাইফেলস ও রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল। এমন প্রায়শই করে থাকে যৌথবাহিনী। পুলওয়ামার পর সেই তৎপরতা আরও বেড়েছে। এদিন যৌথবাহিনী তল্লাশি চালাচ্ছিল সোপিয়ান জেলার পারগুচি গ্রামে। গ্রামে তল্লাশি চালানোর সময় আচমকাই তাঁদের লক্ষ্য করে গুলি ছুটে আসে।
যৌথবাহিনী এমন পরিস্থিতির জন্য সবসময় তৈরি থাকে। তারাও লুকিয়ে গুলি চালানো জঙ্গিদের দিকে গুলি চালাতে শুরু করে। ফলে শুরু হয় গুলির লড়াই। এই গুলিযুদ্ধ বেশ কিছুক্ষণ স্থায়ী হয়। পরে যৌথবাহিনীর ছোঁড়া গুলিতে খতম হয় ২ জঙ্গি। যদিও গুলির লড়াই থামার পরও এলাকা জুড়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। কোথাও কোনও জঙ্গি গা ঢাকা দিয়ে আছে কিনা তা নিশ্চিত হতে চলে তল্লাশি অভিযান।
২ জঙ্গির দেহ উদ্ধার হলেও তাদের পরিচয় এখনও জানতে পারেনি যৌথবাহিনী। তারা কোন সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত সেটাও পরিস্কার করে জানা যায়নি। তবে জঙ্গি দমন অভিযানে এদিন ২ জঙ্গিকে খতম করা অবশ্যই যৌথবাহিনীর জন্য বড় সাফল্য। তারা কেন এই গ্রামে লুকিয়ে ছিল। তাদের উদ্দেশ্য কী ছিল তাও বোঝার চেষ্টা চালাচ্ছে বাহিনী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)