National

রাফাল পাচ্ছে ভারতীয় বায়ুসেনা

সব দড়ি টানাটানির অবসান। অবশেষে রাফাল যুদ্ধবিমান নিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি সাক্ষর করল ভারত। শুক্রবার দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী এই চুক্তিতে সাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ফ্রান্সের কাছ থেকে ভারত ৭ দশমিক ৮৭ বিলিয়ন ইউরোর বিনিময়ে ৩৬টি রাফাল জেট কিনবে। রাফালের দাম নিয়ে ভারতের সঙ্গে বেশ কিছুদিন ধরেই দরকষাকষি চলছিল। অবশেষে সেই দরকষাকষিতে লাভবান হল ভারতই। শুরুতে ফ্রান্স যে দাম চেয়েছিল তার চেয়ে প্রায় ৭৫০ মিলিয়ন ইউরো কমে চুক্তি চূড়ান্ত হয়েছে। তবে চুক্তি সম্পূর্ণ হলেও রাফালের প্রথম জেটটি হাতে পেতে ভারতকে এখনও প্রায় ৩ বছর অপেক্ষা করতে হবে বলেই খবর।

কী আছে রাফালে? রাফাল যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। পরমাণু অস্ত্রও বহন করতে পারে এই বিমান। বহু উঁচু থেকে শত্রুপক্ষের ঘাঁটিতে আঘাত হানতে পারে এই ফরাসি যুদ্ধবিমান। অত্যাধুনিক সমর সরঞ্জামও এই বিমান থেকে ছোঁড়া যাবে অক্লেশে। সেইসঙ্গে নিজের প্রয়োজনমত বেশ কিছু চাহিদা ভারতের রয়েছে। ভারতীয় বায়ুসেনার তরফে সেসব চাহিদা ফ্রান্সের হাতে তুলে দেওয়া হবে। ‌সেইমত বিমানটিকে ডিজাইন করবে ফ্রান্স।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button