খবর ছিল যে জঙ্গিরা লুকিয়ে আছে গ্রামে। সেইমত গোটা গ্রাম ঘিরে ফেলে সুরক্ষাবাহিনী। শুরু হয় তল্লাশি। গ্রাম ঘিরে ফেলার পরই লুকিয়ে থাকা জঙ্গিরা বুঝতে পারে তাদের আর পালানোর পথ নেই। ফলে পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটে তারা। শুরু করে সুরক্ষাবাহিনীকে লক্ষ্য করে গুলি বর্ষণ। পাল্টা জঙ্গিদের উত্তর দেয় সুরক্ষাবাহিনী। শুরু হয় গুলির লড়াই।
শনিবার জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলার গাহান্দ গ্রামে এই গুলির লড়াই চলে বেশ কিছুক্ষণ। পরে সুরক্ষাবাহিনীর গুলিতে মৃত্যু হয় ২ জঙ্গির। তাদের দেহ উদ্ধার করা হয়। ওই ২ জঙ্গি কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বা তাদের পরিচয় কী তা জানার চেষ্টা চালাচ্ছে সুরক্ষাবাহিনী।
ঘটনার পরও এলাকায় তল্লাশি জারি রাখে সুরক্ষাবাহিনী। অন্য কোথাও কোনও জঙ্গি গা ঢাকা দিয়ে আছে কিনা তা জানার চেষ্টা করে তারা। এই ঘটনায় গ্রামেও উত্তেজনার সৃষ্টি হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)