গত বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারা শহরের বাঘান্দর মহল্লা ঘিরে ফেলে সুরক্ষাবাহিনী। যৌথবাহিনী যে তাদের ঘিরে ফেলেছে তা টের পায় জঙ্গিরাও। কিন্তু রাতের অন্ধকারে না যৌথবাহিনী গুলি চালায়, না জঙ্গিরা। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই জঙ্গিরা যেখানে লুকিয়ে ছিল সেখানে গুলিবর্ষণ শুরু করে যৌথবাহিনী। পাল্টা গুলি চালায় জঙ্গিরাও। শুরু হয় ২ পক্ষে গুলির লড়াই। দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর ২ জঙ্গি যৌথবাহিনীর গুলিতে প্রাণ হারায়।
২ জঙ্গি খতম হওয়ার পর গুলির লড়াই থামে। যৌথবাহিনী দেহ ২টি উদ্ধার করে। তাদের পরিচয়ও জানতে পেরেছে যৌথবাহিনী। ২ জনেই কাশ্মীরের বাসিন্দা। ২ জনেই সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত। একজন সফদর আমিন ভাট বিজবেহারারই বাসিন্দা। অন্যজন বুরহান আহমেদ গনি কুলগামের মালিপোরা হাবিসের বাসিন্দা।
২ জঙ্গির মৃত্যুর পরও এলাকায় তল্লাশি জারি রাখে যৌথবাহিনী। গোটা শহর তন্নতন্ন করে খুঁজে দেখে তারা। কোথাও অন্য কোনও জঙ্গি গা ঢাকা দিয়ে আছে কিনা তার খোঁজ চলে। বন্ধ করে দেওয়া হয় জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)