ভারতের অন্যতম যুদ্ধবিমান বহনকারী রণতরী আইএনএস বিক্রমাদিত্য। ২০১৩ সালে ভারতীয় নৌসেনায় যোগ দেওয়া আইএনএস বিক্রমাদিত্য এখন ভারতীয় নৌশক্তির অন্যতম ভরসা। সেই আইএনএস বিক্রমাদিত্য দুর্ঘটনার কোপে পড়ল। কর্ণাটকের কারওয়ার বন্দরে প্রবেশ করার সময় আচমকাই এই রণতরীতে আগুন লেগে যায়। আগুন যাতে রণতরীর বড় ধরনের কোনও ক্ষতি করতে না পারে সেজন্য যত দ্রুত সম্ভব আগুন নেভানোর কাজ শুরু করেন নৌসেনারা।
আগুন নেভানোর কাজে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন সেই লেফটেন্যান্ট কমান্ডার ডিএস চৌহান নিজেই দ্রুত আগুন নেভানোর জন্য লড়াই শুরু করেন। সেসময়ে ধোঁয়া ও আগুনে তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর জ্ঞান হারান। তাঁকে দ্রুত কারওয়ারে নৌসেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা শুরু হলেও চিকিৎসায় তেমন সাড়া না দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন দেশের এই নৌসেনা আধিকারিক।
ভারতীয় নৌসেনার তরফেই পুরো ঘটনার কথা জানানো হয়। কীভাবে আগুন লাগল তা জানার জন্য নৌসেনার তরফে একটি তদন্তকারী বোর্ড গঠন করে তদন্ত শুরু হয়েছে। এই বোর্ড পুরো বিষয়টি তদন্ত করে দেখবে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)