
১৩ জন যাত্রী নিয়ে সোমবার দুপুরে ওড়ে ভারতীয় বায়ুসেনার বিমান এএন-৩২। অসমের যোরহাট থেকে ওড়ে বিমানটি। বিমানে ছিলেন ৮ জন বিমানকর্মী ও ৫ জন যাত্রী। বিমানটি ঠিকঠাক আকাশে ওড়ে। তারপর গন্তব্যে পাড়ি দেয়। দুপুর ১২টা ২৫ মিনিটে আকাশে ওড়ে সেটি। আধঘণ্টা পর থেকে তার আর কোনও খোঁজ নেই।
মেনচুকা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে বিমানটির নামার কথা ছিল। ওড়ার আধঘণ্টা পর পর্যন্তও গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে বিমানটির সম্পর্ক ঠিকঠাক ছিল। বেলা ১টা নাগাদ আচমকা বিমানটির সঙ্গে গ্রাউন্ড কন্ট্রোলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর আর বিমানটির সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। এরপরই শুরু হয় বিমানটিকে খুঁজে বার করার চেষ্টা।
আকাশেই এভাবে আচমকা কীভাবে ভ্যানিস হয়ে গেল বিমানটি? সে প্রশ্নের উত্তর খুঁজছে বায়ুসেনা। বায়ুসেনার তরফে সবরকমভাবে বিমানটির খোঁজ শুরু হয়েছে। তন্নতন্ন করে তল্লাশি চলছে। কোথাও সেটি ভেঙে পড়েছে কিনা তাও আকাশপথে খোঁজ করে দেখা হচ্ছে। যে পথ ধরে সেটি গন্তব্য পৌঁছনোর কথা আকাশপথে সেই রুটও খুঁজে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা