
উরনের আশপাশে গত বৃহস্পতিবার সকালে ৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে ঘুরতে দেখেছিল ২ স্কুল ছাত্র। হাতে বন্দুক, কাঁধে ব্যাগ নিয়ে তারা স্কুল ও ওএনজিসি নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। বিষয়টি তারা স্কুলের অধ্যক্ষকে জানায়। অধ্যক্ষ তখনই তা জানিয়ে দেন পুলিশকে। তারপর থেকে ওই সন্দেহভাজনদের খোঁজে সেনা থেকে পুলিশ তন্নতন্ন করে তল্লাশি চালাচ্ছে। আকাশপথে বায়ুসেনা, জলে নৌসেনা ও স্থলপথে পুলিশের সঙ্গে যৌথভাবে ভারতীয় সেনা তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। শুক্রবার সন্দেহভাজনদের মধ্যে ২ জনের স্কেচও প্রকাশ করেছে পুলিশ। তা সর্বত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। উরনের সব স্কুল, কলেজ শুক্রবার বন্ধ রেখেছে প্রশাসন। তবে এখনও কারও খোঁজ মেলেনি। মুম্বই, নবি মুম্বই, রায়গড়, থানে সর্বত্র জারি রয়েছে হাই অ্যালার্ট। শুধু এখানেই নয়, জলপথে কোনও অনুপ্রবেশ রুখতে গুজরাটের বন্দরগুলিতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সূত্রের খবর, গত ৭ সেপ্টেম্বর রায়গড়ের মোরা এলাকায় গভীর সমুদ্রে একটি সন্দেহজনক নৌকার খোঁজ পায় শুল্ক বিভাগের মেরিন পুলিশ। তাদের ধাওয়ায় করে তারা। কিন্তু দ্রুত সেটি অগভীর জলে চলে আসে। পরে নৌকা অব্ধি পৌঁছয় পুলিশ। কিন্তু ততক্ষণে নৌকার আরোহীরা চম্পট দিয়েছে। উরনের সন্দেহভাজনদের ঘোরাঘুরির সঙ্গে এই ঘটনার কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।