লুকিয়ে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করে সন্ত্রাসবাদী কাজ চালানোর ঘটনা নতুন নয়। প্রায়ই ভারত-পাক সীমান্ত পার করে ভারতে প্রবেশ করার চেষ্টা করে পাকিস্তানের মাটিতে বেড়ে ওঠা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের জঙ্গিরা। এভাবেই ঢুকে পড়া এক পাক সন্ত্রাসবাদীকে গুলি করে মারল যৌথবাহিনী। মৃত জঙ্গি জইশ-ই-মহম্মদ-এর সদস্য বলে জানতে পেরেছে পুলিশ। এলাকা জুড়ে তল্লাশি চলছে।
শনিবার সকালে রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু কাশ্মীরের রাজ্য পুলিশের বিশেষ বাহিনীকে নিয়ে তৈরি যৌথবাহিনী বারামুল্লা জেলার উরি সেক্টরের বোনিয়ার এলাকায় হাজির হয়। তাদের কাছে জঙ্গিদের এখানে লুকিয়ে থাকার খবর ছিল। সেইমত এলাকা গিরে ফেলে বাহিনী। ঘেরা হয়ে গেছে দেখে লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় যৌথ বাহিনী। শুরু হয় গুলির লড়াই।
এই গুলির লড়াইয়ে লাকমান নামে এক জইশ জঙ্গির মৃত্যু হয়। তার দেহ উদ্ধার করতে পেরেছে পুলিশ। ওই জঙ্গিকে হত্যা করার পরই গুলির লড়াই থেমে যায়। তবে এলাকা ছাড়েনি যৌথবাহিনী। গোটা এলাকা জুড়ে তল্লাশি চলে। কোথাও কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত হতেই তল্লাশি। একাধিক জঙ্গি যদি গুলি চালিয়ে থাকে তবে বাকিরা কোথায় তাও বোঝার চেষ্টা চালাচ্ছে যৌথবাহিনী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা