বাংলাদেশ সীমান্ত পার করে লুকিয়ে ভারতে ধাতু পাচার করতে গিয়ে বিএসএফ-এর হাতে ধরা পড়ল ২ চোরাচালানকারী। বিএসএফ-এর হাতে ধরা পড়ার পর তারা স্বীকার করেছে এই ধাতু বাংলাদেশ থেকে পাচার হয়েছে। কারা কারা এর সঙ্গে যুক্ত সেসব নামও জানিয়েছে তারা। তবে পুলিশের অনুমান এর পিছনে আরও বড় গ্যাং থাকতে পারে।
গত বুধবার বিএসএফ-এর কাছে খবর ছিল বাংলাদেশ থেকে চোরাচালান হতে পারে। সেইমত ওত পেতে ছিলেন আধিকারিকরা। দেখেন ২টি মোটরবাইক ছুটে আসছে। বিএসএফ জওয়ানরা ওই বাইককে আটকাতে গেলে না থামিয়ে তাঁদের ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে বাইক আরোহীরা। তাতে ১ বিএসএফ কর্মী আহত হন। পরে রাকিবুল মণ্ডল ও কাসেদ হাসান নামে ২ দুষ্কৃতিকে পাকড়াও করে বিএসএফ। তাদের কাছে থাকা একটি বস্তা থেকে ৫৯ কেজি ধাতু উদ্ধার হয়। যার বাজারমূল্য ৮৮ হাজার ৫০০ টাকা। এছাড়া তাদের সঙ্গে থাকা একটি বাইক, একটি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়।
ধৃতরা জানিয়েছে বাংলাদেশ থেকে ওই ধাতু পাচার হয়েছে। বাংলাদেশের চুয়াডাঙা জেলার বাসিন্দা নতিম মণ্ডল তা নিয়ে এসেছে। সাইমূল মণ্ডল নামে একজন এই ধাতু আনিয়েছে। এই ধাতুর বস্তা কার্তিক বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে রাখার কথা ছিল। পরে এটি আজা মণ্ডল নামে এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা ছিল। বিএসএফ ধৃতদের ও বাজেয়াপ্ত করা সামগ্রি নদিয়ার ভীমপুর পুলিশ স্টেশনের হাতে তুলে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা