জম্মু কাশ্মীরে ফের সাফল্য পেল ভারতীয় সেনা। শনিবার খুব ভোরে জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সেনা। ঘিরে ফেলে সোপিয়ানের বনবাজার শহরের একটি এলাকা। চারধার থেকে ঘেরা হয়ে গেছে দেখে সুরক্ষাবাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা। শুরু হয় গুলির লড়াই।
দীর্ঘক্ষণ গুলিযুদ্ধ চলার পর ২ জঙ্গিকে নিকেশ করতে সমর্থ হয় সেনা। এলাকা কর্ডন করে সেনা এই অভিযান চালানোয় স্থানীয় মানুষজন গৃহবন্দি হয়ে পড়েন। অবশ্য কাশ্মীরে এটা নতুন কিছু নয়। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর এলে এলাকা কর্ডন করে জঙ্গি নিকেশের ঘটনা এর আগেও ঘটেছে। ঘিরে ফেলায় জঙ্গিরা পাল্টা গুলিবর্ষণ করে। গুলি যুদ্ধও হয়। কিন্তু ওখান থেকে পালাবার তাদের আর পথ থাকেনা।
শনিবার সকালে যে ২ জঙ্গিকে খতম করে সেনা তারা কোন সন্ত্রাসবাদী সংগঠনের তা এখনও পরিস্কার নয়। তার খোঁজ চলছে। জঙ্গিদের নামও জানাতে পারেনি পুলিশ। দেহ ২টি উদ্ধার করা হয়েছে। এই এলাকায় অন্য কোথাও আরও জঙ্গি লুকিয়ে আছে কিনা তার খোঁজ শুরু হয়। দীর্ঘক্ষণ চলে খানাতল্লাশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা