পাকিস্তান সেনার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন নতুন কথা নয়। চুক্তির তোয়াক্কা না করে ভারতীয় সীমান্তে সেনা শিবির লক্ষ্য করে গুলি, মর্টার বর্ষণ করেই থাকে পাকিস্তান সেনা। মঙ্গলবার বিনা প্ররোচনায় ফের একবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাক রেঞ্জাররা। জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দরবনি সেক্টরে পাক গুলি বর্ষণে ১ ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন।
মৃত ভারতীয় জওয়ানের নাম নায়েক কৃষাণ লাল। তিনি জম্মুরই বাসিন্দা। জম্মুর আখনুর এলাকার ঘাগরিয়াল গ্রামে বাড়ি তাঁর। ৩৪ বছরের কিষাণ লালের স্ত্রী রয়েছেন। এদিকে বিনা প্ররোচনায় এভাবে ভারতীয় সীমান্ত প্রহরা লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করলে তার কড়া জবাব দেয় ভারতীয় সেনা। পাল্টা গুলিবর্ষণ শুরু করে তারা।
ভারতীয় গুলিবর্ষণে যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান। তাদের বেশ কয়েকটি সেনা ছাউনির বড় ধরনের ক্ষতি করতে সমর্থ হয়েছে ভারতীয় সেনা। পাক আর্মি পোস্ট ধ্বংস হয়েছে। বেশ কয়েকজন পাক সেনা আহত হয়েছেন। ভারত জবাব দেওয়ায় দীর্ঘক্ষণ ২ দিক থেকে গুলিবর্ষণ চলে। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করাটা এখন পাকিস্তানের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা