
উরি হামলার প্রত্যাঘাত নিয়ে ভারতের প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার দেশের ৩ সেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান দলবীর সিং সুহাগ, বায়ুসেনা প্রধান অতনু রাহা। নৌসেনা প্রধান নিজে উপস্থিত না থাকলেও তাঁর জায়গায় উপস্থিত ছিলেন নৌসেনা উপপ্রধান। উরি হামলার পর ভারত জুড়ে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহলে। সূত্রের খবর, প্রতিবেশি রাষ্ট্রকে উরির জবাব কীভাবে দেওয়া যায় এবং তার জন্য দেশের সেনা কতটা তৈরি তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও।