ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হল পাক কমান্ডো আহমেদ খানের। সেই আহমেদ খান যে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তানের মাটিতে পাকড়াও করে। তাঁর ওপর অত্যাচারও চালায়। পাক এফ-১৬ অত্যাধুনিক বিমানকে তাড়া করে সেটিকে গুঁড়িয়ে দেন অভিনন্দন। যদিও যে মিগ-২১ বাইসন বিমান নিয়ে তিনি এই কাজ করেন সেটি পাকিস্তানের আকাশে ঢুকে পড়ায় সেটিকে গুলি করে নামায় পাক সেনা। অভিনন্দন প্রাণে বেঁচে যান। কিন্তু পাকিস্তানের একটি জঙ্গলে এসে পড়েন। সেখানে তাঁকে পাকড়াও করার অন্যতম ব্যক্তির নাম আহমেদ খান। অভিনন্দনকে ধরার পর তাঁর ওপর অত্যাচার চালায় পাক সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের এই সদস্য।
আহমেদ খানের মূল কাজ ছিল আসলে ভারত-পাক সীমান্ত দিয়ে কীভাবে সন্ত্রাসবাদীরা নিশ্চিন্তে সীমানা পার করে ভারতে ঢুকতে পারে তার ব্যবস্থা করে দেওয়া। সেই কাজ সে করতে নওসেরা, সুন্দরবনি, পালানওয়ালা সেক্টর দিয়ে সন্ত্রাসবাদীদের ভারতের প্রবেশের ব্যবস্থা করত সে। সেই ভারত-পাক সীমান্তেই ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হয় আহমেদ খানের।
আহমেদ খানকে পাক সেনা শুধু রেখেছিল এই সন্ত্রাসবাদীদের সীমান্ত পার করানোর জন্যই বলে সেনা সূত্র জানিয়েছে সংবাদ সংস্থাকে। মূলত জইশ-ই-মহম্মদ-এর প্রশিক্ষিত জঙ্গিদের ভারতে ঢোকাত আহমেদ। যাতে ভারতের জম্মু কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ টিকিয়ে রাখা যায়। আহমেদ খানকে গুলি করে খতম করা ভারতীয় সেনার বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা