National

সিনিয়রকে হত্যা করে আত্মঘাতী সেনা জওয়ান

কেন দেরি করে আসে জগশীর? এই প্রশ্ন তুলে মাঝেমধ্যেই জগশীরকে বকাঝকা করতেন তাঁর সিনিয়র হাবিলদার প্রবীণ কুমার যোশী। পাল্টা জবাব দিত জগশীর। ফলে দুজনের ঝগড়া বেঁধে যেত। দুজনই ভারতীয় সেনার কর্মী। চেন্নাইয়ের পালাভরমে ভারতীয় সেনার ক্যাম্প রয়েছে। সেখানেই কর্মরত ছিলেন দুজন। আর প্রায়শই সময়ে না আসাকে কেন্দ্র করে প্রবীণ কুমার যোশীর কোপে পড়তেন জগশীর। তর্কাতর্কি লেগে থাকত। ঠিক যেমনটা হয়েছিল গত সোমবার রাতে।

সোমবার রাতে প্রবল ঝগড়া হয় জগশীর ও যোশীর মধ্যে। ঝগড়া থামলে প্রবীণ কুমার যোশী ঘুমোতে চলে যান। চেন্নাই পুলিশ জানিয়েছে, মঙ্গলবার খুব ভোরে যোশীর ঘরে প্রবেশ করে জগশীর। তারপর ঘুমন্ত অবস্থায় থাকা প্রবীণ কুমার যোশীকে নিজের রাইফেল থেকে গুলি করে হত্যা করে। রাইফেলের গুলির শব্দে চমকে ওঠেন সকলে।


অত ভোরে সেনা ক্যাম্পের মধ্যে রাইফেল থেকে গুলি চলার শব্দে সকলেই সতর্ক হয়ে যান। আওয়াজের উৎস খুঁজে হাজির হন যোশীর ঘরে। এদিকে পুলিশ জানাচ্ছে, যোশীকে হত্যা করার পর জগশীর ওই রাইফেল থেকেই গুলি করে নিজেও আত্মঘাতী হয়। দুজনকেই সেখান থেকে রক্তাক্ত অবস্থায় সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button