ভারত-পাকিস্তান সীমান্তের মাত্র ৩০ কিলোমিটারের মধ্যে প্রায় ২ হাজার সেনা মোতায়েন করল পাকিস্তান। সেনার সূত্রে সংবাদ সংস্থা জানাচ্ছে, বাগ ও কোটলি সেক্টরে এই সেনা মোতায়েন করেছে পড়শি দেশ। পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের এই সেনা মোতায়েন নিয়ে নিশ্চিত ভারতীয় সেনা। স্থানীয় সূত্রের থেকে খবর এবং গোয়েন্দাদের থেকে পাওয়া খবরের ভিত্তিতে এ বিষয়ে নিশ্চিত হয়েছে ভারত।
ভারত-পাকিস্তান সম্পর্ক এখন কার্যত তলানিতে। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তো যুদ্ধের ইঙ্গিতও দিয়ে ফেলেছেন। অবশ্য ভারতও যে হাত গুটিয়ে বসে থাকবেনা সেক্ষেত্রে তা পরিস্কার করে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে সীমান্তে এভাবে পাক সেনা মোতায়েন কিন্তু নজরে রেখেছে ভারত। এটা ভারতের ওপর আক্রমণের কোনও পূর্ব প্রস্তুতি কিনা সেদিকেও কঠোর নজর রাখা হচ্ছে।
২ লস্কর জঙ্গিকে সম্প্রতি জম্মু কাশ্মীর থেকে পাকড়াও করা পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাদের কাছ থেকে ভারতীয় সেনা জানতে পেরেছে ৩০০ জন প্রশিক্ষিত জঙ্গি ভারতে ঢোকার জন্য তৈরি হয়ে আছে। আর আগেও দেখা গেছে পাকিস্তানের সেনা কভার ফায়ার দিয়ে বা ভারতীয় সেনাকে অন্য জায়গায় গুলির লড়াইয়ে ব্যস্ত রেখে অন্যদিক দিয়ে লুকিয়ে জঙ্গিদের ভারতে ঢোকার পথ করে দেওয়ার চেষ্টা করেছে। তাই সেকথাও মাথায় রাখছে ভারতীয় সেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা