সীমানা পার করে রাতের অন্ধকারে ভারতে ঢোকার চেষ্টা করছিল পাকিস্তানের ব্যাট কমান্ডোর একটি দল। কিন্তু সতর্ক ছিল ভারতীয় সেনা। তাদের অতন্দ্র প্রহরায় ধরা পড়ে যায় পাক সেনার এই অনুপ্রবেশের চেষ্টা। এলওসি পার করে ভারতে ঢোকার চেষ্টা করতেই তাদের লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সেনা। দুর্গম এলাকায় ভারতীয় সেনার গুলির মুখে পড়ে অগত্যা পিছু হঠতে থাকে ব্যাট বা পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের স্পেশাল সার্ভিসেস গ্রুপ কমান্ডোরা।
ভারতীয় সেনার গুলিতে এক ব্যাট কমান্ডোর মৃত্যু হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে জানতে পেরেছে সংবাদ সংস্থা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে হাজিপীর সেক্টরে। এটি পাক অধিকৃত কাশ্মীরের সীমানায় অবস্থিত। এখান দিয়ে ভারতে ঢোকার চেষ্টা পাক সেনার নতুন নয়। দুর্গম এলাকার সুযোগকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে আগেও ব্যাট কমান্ডোরা ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে ভারতীয় সেনার গুলিতে প্রাণ হারিয়েছে। আগে ২ জন পাক ব্যাট কমান্ডোর মৃত্যু হয়েছিল। এদিন হল ১ জনের।
যখনই ভারতীয় সেনা জানতে পারে যে পাক অনুপ্রবেশের চেষ্টা চলছে তখন প্রথমেই তাদের ঠেকাতে গ্রেনেড হানা শুরু করে তারা। তারপর গুলি চালায়। ভারতীয় সেনার তৎপরতায় ফের একবার আটকে গেল পাকিস্তানের ভারতে অনুপ্রবেশের চেষ্টা। গত জুলাই মাসের শেষ সপ্তাহেও ব্যাট কমান্ডোরা জম্মু কাশ্মীরেরে কেরান সেক্টর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়েছিল। বারবার ভারতে ঢোকার চেষ্টা চালালেও তারা ব্যর্থই হয়েছে। যার সাম্প্রতিকতম উদাহরণ হয়ে রইল বুধবার রাতের অনুপ্রবেশের চেষ্টা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা