ভারতে মিগ-২১ বিমান ভেঙে পড়া একটা নিয়মের মধ্যে এসে পড়েছে। একটা সময়ের ব্যবধানে এই যুদ্ধবিমানগুলির দুর্ঘটনার খবর উঠে আসে সংবাদ শিরোনামে। ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বুধবার। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের কাছে বুধবার সকালে বিমানটি ভেঙে পড়ে। বিমানে ২ জন পাইলট ছিলেন। ২ জনেই রক্ষা পেয়েছেন।
গোয়ালিয়রের কাছ এদিন সকালে আকাশে ওড়ে মিগ-২১-এর প্রশিক্ষণ বিমানটি। এই বিমানগুলিতে ২টি করে আসন থাকে। একটি আসনে থাকেন গ্রুপ ক্যাপ্টেন। অন্যটিতে থাকেন স্কোয়াড্রন লিডার। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে সেটি ক্র্যাশ করে। তবে সঠিক সময়ে বিমান থেকে বেরিয়ে আসায় প্রাণে বেঁচে যান ২ বায়ুসেনা পাইলট।
কেন বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল তা অজানা। তবে তা যান্ত্রিক গোলযোগ নাকি মানুষের ভুলে ধ্বংস হল তা খতিয়ে দেখতে কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনা। এদিকে বিমানটি ধ্বংস হওয়ায় সাধারণ মানুষেরও কোনও ক্ষতি হয়নি। কোনও হতাহতের খবর নেই। তবে এভাবে একটি যুদ্ধ বিমান ধ্বংস হওয়া অবশ্যই আতঙ্কের পরিবেশ তৈরি করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা