
জম্মু কাশ্মীরে পাক জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা নতুন নয়। কিছু জঙ্গি লুকিয়ে ঢুকেও পড়ে ভারতে। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় তাদের একের পর এক মৃত্যুর মুখে পড়তে হয়। এমনই ঘটনা ঘটল শনিবারও। এদিন ২টি ঘটনা ঘটেছে। যেখানে পাকিস্তান থেকে ভারতে ঢোকা ৩ জঙ্গি সহ ৬ জঙ্গিকে খতম করেছে সুরক্ষাবাহিনী। অন্যদিকে ১ জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হয়েছেন। ২ জন পুলিশকর্মী জখম হয়েছেন।
গুরেজ সেক্টর দিয়ে লুকিয়ে ভারতে অনুপ্রবেশ করে ৩ পাক জঙ্গি। অন্তত তেমনই মনে করছে সেনা। কারণও রয়েছে। পাক সেনার বহু পুরনো কৌশল হল ভারতে জঙ্গিদের অনুপ্রবেশ নিশ্চিত করতে তারা সীমান্তে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ শুরু করে। ভারতীয় সেনাও গুলির পাল্টা জবাব দেয়। শুরু হয় ২ পক্ষে গুলি বিনিময়। সেই ফাঁকে ভারতে ঢুকে পড়ে জঙ্গিরা। আর গত ৩ দিন ধরে গুরেজ সেক্টরেই পাক সেনা গুলি বর্ষণ চালিয়ে যাচ্ছে। এদিকে জঙ্গিদের খবর পেতেই শনিবার গান্ধারবাল জেলার নারানাগ জঙ্গল ঘিরে ফেলে সুরক্ষাবাহিনী। শুরু হয় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই। সেই গুলির লড়াইয়ে ৩ জঙ্গিকে খতম করতে সমর্থ হয় বাহিনী।
অন্য এক ঘটনায় এদিন রামবান জেলার থর গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সুরক্ষাবাহিনী। সেখানে একটি বাড়িতে ঢুকে বাড়ির বাসিন্দাদের বন্দি করে ফেলে জঙ্গিরা। খবর পেয়ে এলাকায় হাজির হয় বাহিনী। দ্রুত এলাকা ঘিরে ফেলে তারা। বেগতিক বুঝে সুরক্ষাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা ভারতীয় সেনাও গুলি চালাতে শুরু করে।
এই সংঘর্ষে সুরক্ষাবাহিনী ৩ জঙ্গিকে খতম করতে সমর্থ হয়। উদ্ধার করা হয় জঙ্গিদের হাতে বন্দি হওয়া বাসিন্দাদের। কিন্তু এই গুলির লড়াইয়ে ১ জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন ২ পুলিশকর্মী। খতম হওয়া জঙ্গিরা হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সদস্য বলে জানতে পেরেছে পুলিশ। এরা চেনাব উপত্যকায় জঙ্গি কার্যকলাপ করতে হাজির হয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা