National

জঙ্গিদের ৪টি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা, পাক সেনা পোস্টেও হামলা

পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ৪টি লঞ্চ প্যাড গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। রবিবারই জঙ্গিদের লুকোনো লঞ্চপ্যাডে ভারতীয় সেনা ভারতীয় ভূখণ্ড থেকে আধুনিক আগ্নেয়াস্ত্রে হামলা চালায়। জম্মু কাশ্মীরের ভারত-পাক সীমান্তে তাংধর সেক্টরে সীমানার ওপারে নীলম উপত্যকায় গড়ে উঠেছিল এই ৪টি জঙ্গি ঘাঁটি। এখান থেকে জঙ্গিরা পাক সেনার সাহায্য নিয়ে লুকিয়ে সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশ করার চেষ্টা চালাত। পাহাড় ও জঙ্গলে ঘেরা হওয়ায় জঙ্গি ঘাঁটিগুলি চিহ্নিত করা মুশকিল ছিল। কিন্তু ভারতীয় সেনা সে কাজে এদিন সার্বিক সাফল্য পেয়েছে। ভারতীয় সীমান্ত থেকেই পাক অধিকৃত কাশ্মীরের ৪টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তারা। এতে ৩৫ জন জঙ্গির মৃত্যু হয়েছে।

পাকিস্তানের দিক থেকে এদিন ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সীমান্তে গুলিবর্ষণ করা হয়। পাক সেনার করা আচমকা গুলিবর্ষণে ভারতের দিক থেকেও পাল্টা গুলি চালানো হয়। আধুনিক অস্ত্রের সাহায্যে আক্রমণ হানা হয়। পাক সেনার গুলি বর্ষণের কারণ ছিল কভার ফায়ার দেওয়া। যাতে ভারতীয় সেনা তাদের সঙ্গে গুলি বিনিময়ে ব্যস্ত থাকে। আর সেই ফাঁকে জঙ্গিরা ভারতে লুকিয়ে ঢুকে পড়তে পারে। কিন্তু সে চেষ্টা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা। ভারতের দিক থেকে গুলি বর্ষণে ৫ পাক সেনার মৃত্যু হয়। অনেক পাক সেনা আহত হয়েছে।


পাকিস্তানের একটি সেনা পোস্টও গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সীমান্ত দিয়ে জঙ্গি ঢোকানোর জন্য পাক সেনা বরাবরই এমন চেষ্টা চালিয়ে যায়। ভারতীয় সেনার সঙ্গে গুলি বিনিময় আসলে জঙ্গিদের ভারতে ঢোকার পথ পরিস্কার করার চেষ্টা। এদিকে পাকিস্তানের গুলিবর্ষণে এক ভারতীয় গ্রামবাসীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ জন। সোমবারই লাদাখে ভারত-চিন সীমান্তে একটি সেতু উদ্বোধনে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার আগেই এদিন পাকিস্তানের জমিতে বেড়ে ওঠা ৪টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে সক্ষম হল ভারতীয় সেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button