সবে আকাশে উড়েছিল ভারতীয় নৌসেনার মিগ-২৯-কে ট্রেনার বিমানটি। কিন্তু ওড়ার পর বেশিক্ষণ তার আর আকাশে থাকা হয়নি। ওড়ার পরই ইঞ্জিনে আগুন লেগে যায়। তার জেরেই ভেঙে পড়ে বিমানটি। তবে ২ চালক অক্ষত আছেন। বিমানটি ভেঙে পড়ার আগেই তাঁরা বেরিয়ে আসতে সক্ষম হন। বিমানে ছিলেন ক্যাপ্টেন শেওখন্দ ও লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদব।
ভারতীয় নৌসেনার তরফে ট্যুইট করে একথা জানানো হয়েছে। নৌসেনার তরফে এও নিশ্চিত করা হয়েছে যে ২ পাইলট অক্ষত আছেন। সুস্থ আছেন। সঠিক সময়ে বেরিয়ে আসতে পারায় তাঁরা যে রক্ষা পেয়েছেন তাও ট্যুইটে জানানো হয়েছে। ট্রেনার মিগ বিমানটি ওড়ে গোয়ার ডাবোলিম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সমুদ্রের ওপর দাঁড়িয়ে থাকা ‘আইএনএস হংস’ থেকে।
মিগ বিমানের ধ্বংস হওয়ার ঘটনা এ দেশে বিরল নয়। এর আগেও মিগ দুর্ঘটনার কবলে পড়েছে। পাইলটের মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেগুলি ছিল বায়ু সেনার তরফের ঘটনা। এটা ঘটল ভারতীয় নৌসেনার মিগে। এটি সেজন্য একটি যুদ্ধজাহাজ থেকে টেকঅফ করেছিল। বিমানটি ভেঙে পড়ায় শুধু ২ পাইলটই এদিন বেঁচে যান এমন নয়, আর কোনও ক্ষয়ক্ষতি এই ধ্বংস হওয়া বিমানটি থেকে হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা