কাশ্মীর এখন বরফে ঢাকা। সেই কাশ্মীরেই ভারত-পাক সীমান্তে এই প্রবল ঠান্ডা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে আছেন ভারতীয় সেনারা। দেশের সীমানা রক্ষা করছেন। কাশ্মীরের তানঘর সেক্টরেও ভারত-পাক সীমান্তে প্রহরায় ছিলেন ভারতীয় সেনারা। সেখানেই আচমকা হিমবাহ নেমে আসে। বরফের স্রোত দ্রুত নেমে আসে পাহাড়ের গা বেয়ে প্রহরারত সেনাদের ওপর। পালানোর সময় পাননি তাঁরা। বরফের স্তূপের তলায় চাপা পড়ে যান সেনারা।
মঙ্গলবারই কাশ্মীরের গুরেজ সেক্টরেও একইভাবে হিমবাহ নেমে আসে। নিচে তখন ভারতীয় সেনার টহলদারি চলছিল। তাঁদের ওপরই নেমে আসে হিমবাহ। সেখানেও চাপা পড়ে যান সেনারা। এখানে ১ জন সেনা বরফের তলা থেকে বার হতে পারেননি। সেখানেই মৃত্যু হয় তাঁর। অন্যদিকে তানঘর সেক্টরে ৩ জন সেনারই বরফের তলায় চাপা পড়ে মৃত্যু হয়।
ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে তাদের কাছে সেরা মেডিক্যাল টিম রয়েছে। উদ্ধারকাজে দক্ষ দল রয়েছে। তাও তারা ৪ সেনাকর্মীর মৃত্যু ঠেকাতে পারেনি। তবে বরফের স্তূপের তলার হারিয়ে যাওয়া দেহগুলি পরে তারা উদ্ধার করেছে। শীতকাল মানেই কাশ্মীরে প্রতিকূল আবহাওয়া। ঘুরতে গিয়ে কিছুক্ষণ বরফ ভাল লাগতে পারে। কিন্তু সেখানে দিনের পর দিন কাজ করে যাওয়া, ওই ঠান্ডা ও বরফের মধ্যে নিজেকে ঠিক রেখে দেশরক্ষার দায়িত্ব তুলে নেওয়া সহজ কাজ নয়। কিন্তু বছরের পর বছর সেই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই ভারতীয় সেনা দেশকে রক্ষা করে চলেছে নিরলসভাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা